মহাদেবপুরে ভিজিডি কার্ড বাছাইয়ে ইউপি সদস্যের ব্যতিক্রমী উদ্যোগ
প্রকাশিত : ০৭:৫৯ অপরাহ্ণ, ২১ নভেম্বর ২০২০ শনিবার ৫৮ বার পঠিত
ডা.আব্দুল্লাহ আল ওয়াদুদ মহাদেবপুর প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে হতদরিদ্রদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ভিজিডি কার্ড যথাযথ গরিব, অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরণ করার জন্য মহাদেবপুর সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য কাজী ফেরদৌস এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে যাচাই বাছাই সম্পূর্ণ করেছেন। তিনি যাচাই-বাছাই কালে প্রকৃত হত দরিদ্রদের গুরুত্ব দেন। ২১ নভেম্বর সকাল সাড়ে ৯ টায় তিনি এসব সুবিধাভোগীদের ডেকে যাচাই-বাছাই করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আককাস আলী, অর্থ সম্পাদক মোঃ আইনুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে জানতে ১নং ওয়ার্ড সদস্য কাজী ফেরদৌস জানান, প্রকৃত অসহায়, গরীব ও দরিদ্র মানুষরা যাতে সরকারের এসকল সুযোগ-সুবিধা পান সেজন্যই তিনি এভাবে যাচাই বাছাই করেন।।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।