মোহনপুরে ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
প্রকাশিত : ০৭:১৪ অপরাহ্ণ, ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার ১৩৩ বার পঠিত
মোহনপুর প্রতিনিধিঃ
মোহনপুর থানার নবাগত অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম ও ওসি (তদন্ত) তৌহিদুর রহমানের সাথে মোহনপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (২৭ই নভেম্বর) সন্ধ্যায় এ মত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সাদিকুল ইসলাম স্বপন।
সাধারন সম্পাদক মুত্তাকিন আলমের পরিচালায় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক রতন মাস্টার, সাংগঠনিক সম্পাদক রিপন আলী, জাহিদুল রশিদ, মোখলেসুর রহমান, জুয়েল রানা ফয়সাল হোসেন, মোঃ আনসার তালুকদার স্বাধীন, সুমন শান্ত প্রমুখ।
ওসি তৌহিদুল ইসলাম সাংবাদিকদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রদানে বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও তথ্য বহুল সংবাদ পরিবেশন করতে হবে, যেন ঐ সংবাদ দেশ ও জাতির কল্যান বয়ে আনে। সাংবাদিকরা সমাজের বিবেক এবং সংবাদ পত্র সমাজের দর্পণ। সমাজের বাস্তব চিত্র তুলে ধরে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে আইন শৃঙখলা রক্ষা বাহিনীর সহায়ক ভূমিকা রাখতে, আবার উন্নয়নমূলক কর্মকান্ডেরর চিত্র ধরে দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এই সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।