মোহনপুরে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত : ১০:১৭ অপরাহ্ণ, ৪ জানুয়ারি ২০২১ সোমবার ৯৫ বার পঠিত
মোহনপুর প্রতিনিধিঃ
মোহনপুরে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ মোহনপুর উপজেলা শাখার উদ্যোগে নানা আয়োজনে
উৎযাপন করা হয়।
সোমবার (৪ জানুয়ারী) বিকেলে উপজেলার কেশরহাট বাজারে বিশাল এক আনন্দ র্যালী শেষে কেক কেটে ছাত্রলীগের শুভ জন্মদিন পালন করে নেতাকর্মীরা। উক্ত র্যালীতে উপজেলা, ইউনিয়ন, পৌর শাখাসহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীরা অনশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আলফোর রহমান, মোহনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল বাশার, মোহনপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো. আজমল হোসেন সানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন শেখ, কেশরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো. মমিনুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক শাহিন আলম, জাহানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. আদিফ হোসেন, ঘাষিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহফুজ ইসলাম রকি, রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রানা হোসেন, সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম, নাজমুল ইসলাম, মোহনপুর সরকারি কলেজের সাবেক সভাপতি মো. আকরাম হোসেনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।