মোহনপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রকাশিত : ০৬:২৯ অপরাহ্ণ, ৬ ডিসেম্বর ২০২০ রবিবার ৮৩ বার পঠিত
মোহনপুর প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মোহনপুরে বিক্ষোভ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে একটি মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন বাজারসহ সড়ক-মহাসড়ক প্রদক্ষিন শেষে আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিবাদসভা অনষ্ঠিত হয়।
এতে মোহনপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম। আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি আলমগীর মুরশেদ রঞ্জু, মোহনপুর উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মুরশেদ আলী অন্যান্য নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।