মোহনপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রকাশিত : ০৫:৪৫ অপরাহ্ণ, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার ১৩৮ বার পঠিত
মোহনপুর প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মোহনপুরে বিক্ষোভ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ই ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী পন্থি চার ইউপি চেয়ারম্যান এর উদ্যোগে একটি মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন বাজারসহ সড়ক-মহাসড়ক প্রদক্ষিন শেষে আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিবাদসভা অনষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম। আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মুরাদুল ইসলাম মুরাদ, ঘাসিগ্রাম ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বাবলু, রায়ঘাটি ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, মৌগাছি ইউপি চেয়ারম্যান মোঃ আলামিন বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ডলি খাতুন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি খাতুন, বাকশিমইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল, ধুরইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মুরশেদ আলম সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।