মোহনপুর কেশরহাট বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
প্রকাশিত : ০৩:৫৬ অপরাহ্ণ, ১২ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার ৭২ বার পঠিত
মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় কেশরহাট পৌর এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১১/০২/২০২১ইং) বেলা১২ টায় কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। গাওসুল আযম বিএনএসবি আই চক্ষু হাসপাতাল দিনাজপুর এর সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড আব্দুস সালামের সভাপতিত্বে। স্বাগত বক্তব্য প্রদান করেন চক্ষু চিকিৎসা ক্যাম্পের তত্ত্বাবধায়ক উপাধ্যক্ষ আনোয়ারুল হক হেনা, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন, পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, ভাইস চেয়ারম্যান সানজীদা রহমান রিক্তা, সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম,কামরুজ্জামান বাবলু, ইসলামি ব্যাংক কেশরহাট শাখার ম্যানেজার হালিম উদ্দিন, কেশরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।