রাজধানীসহ কিছু অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ
প্রকাশিত : ০৩:৪৩ অপরাহ্ণ, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার ২৪৫ বার পঠিত
ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, রাজশাহী, তাড়াশ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গায় শুক্রবার (২০ সেপ্টেম্বর) তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি ছিল। অন্য জেলা ও শহরগুলোতেও তাপমাত্রা ছিল ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
শনিবার (২১ সেপ্টেম্বর) তাপপ্রবাহ দেশের বিভিন্ন স্থানে কিছুটা কমেছে। তবে চাঁদপুর, রাজশাহী, তাড়াশ ও সাতক্ষীরা অঞ্চলসহ ঢাকা বিভাগের উপর দিয়ে আজও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতার।
এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী ৭২ ঘণ্টায়ও বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ ঢাকায় সূর্যাস্তঃ সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে। রোববার ঢাকায় সূর্যোদয়ঃ সকাল ৫টা ৪৭ মিনিট।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।