রাজশাহীর গোদাগাড়ীতে ভূমিহীন ও গৃহহীন ২৮০টি পরিবারকে জমিসহ বাড়ি প্রদান করা হয়েছে!
প্রকাশিত : ০৪:১২ অপরাহ্ণ, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার ৪৭ বার পঠিত
আব্দুল আলিম, গোদাগাড়ী প্রতিনিধি :
মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।
আশ্রয়নের অধিকার-প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ২৮০টি পাকা ঘর দেওয়া হয়েছে।
আজ ২৩ জানুয়ারি শনিবার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্যান্য জেলা-উপজেলার সঙ্গে একযোগে হস্তান্তর করা হয় এসব পাকা ঘরের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র। গোদাগাড়ী উপজেলায় ২৮০ টি ঘরের নির্মাণ কাজ শেষে তা হস্তান্তর করা হয়। এর আগে গত বছরের ২৩ নভেম্বর উপজেলার মাটিকাটা ইউনিয়নে গৃহ নির্মাণ কাজ উদ্বোধন করেন রাজশাহী-১(গোদাগাড়ী -তানোর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
জেলা প্রশাসকের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলমের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) মোসা. নাজমুন নাহার , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশিরসহ, সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ইউপি সদস্যগণের কঠোর তদারকিতে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।
গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১(গোদাগাড়ী -তানোর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ রাজশাহী’র উপ পরিচালক শাহানা আক্তার জাহান, উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলম, সহকারী কমিশনার (ভুমি) নাজমুন নাহার, সার্কেল এএসপি মোঃ আব্দুর রাজ্জাক খান,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী মো. আবু বাশির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ,বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও উপকার ভোগীগণ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।