রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ০৫:২২ অপরাহ্ণ, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার ৪৫ বার পঠিত
আব্দুল আলিম গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর জেলার গোদাগাড়ী উপজেলায় আজ ৩০-১২-২০২০ খ্রিঃ বুধবার সকাল ১০ টায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির খোন্দকার সাহেবের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার জনাব মো. হুমায়ুন কবির খোন্দকার যথা সময়ে গোদাগাড়ী উপজেলায় আসেন।
তার পরে প্রশাসনিক বিভাগের সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার জনাব মো. হুমায়ুন কবির খোন্দকার।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল।
আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনান মো. জানে আলম, সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাজমুন্নাহার, গোদাগাড়ী উপজেলার চেয়ারম্যান জনাব মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মো. আব্দুল মালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি। গোদাগাড়ী সমবাই অফিসার মো. আব্দর রশিদ। উপজেলা সহ সকল সাংবাদিকবৃন্দ বিভাগীয় কমিশনারকে ধন্যবাদ জানান।
মতবিনিময় সভা শেষে গোদাগাড়ী উপজেলা পরিষদ উদ্যান উদ্বোধন ও ভুমি অফিসে বৃক্ষরোপনসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মো. হুমায়ুন কবির খোন্দকার । উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফুলের বাগান পরিদর্শন ,ভূমি অফিস পরিদর্শন, গোদাগাড়ী পৌরসভা কার্যালয় পরিদর্শন,আশ্রয়ণ প্রকল্পের অধীনে গৃহীনীদের জন্য বাড়ি নির্মাণ প্রকল্প পরিদর্শন ও বিভিন্ন অফিস ও বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।
গোদাগাড়ী উপজেলার পরিবেশ দেখে মুগ্ধ হয়ে সবার সু স্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করেন বিভাগীয় কমিশনার জনাব মো. হুমায়ুন কবির খোন্দকার।
উক্ত আলোচনা সভায় সার্বিকভাবে সহযোগীতা করেন গোদাগাড়ী থানার পুলিশ ও আনসার সদস্যরা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।