রাজশাহীর তানোরে মুক্তিযোদ্ধাদেরকে মুজিব কোর্ট পরিয়ে সম্মাননা দিলেন
প্রকাশিত : ১১:৪৭ অপরাহ্ণ, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার ৮৭ বার পঠিত
বিশ্বজিত,তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে মুজিব বর্ষ উপলক্ষে মুজিব কোর্ট পরিয়ে সম্মাননা দিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
সোমবার সকালে তিনি উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে উপস্থিত ২০জন বীর মুক্তিযোদ্ধার গায়ে মুজিব কোর্ট পরিয়ে সম্মাননা জানান।এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিকুল হাসান, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ।এসময় সকল মুক্তিমুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্রও প্রদান করা হয়।
জানা গেছে, মুজিব বর্ষ উপলক্ষে সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ ওমর ফারুক চৌধুরী এমপির ব্যাক্তিগত তহবিল থেকে মুজিব বর্ষের শুভেচ্ছা উপহার স্বরুপ জাতির বীর সন্তানদের গায়ে নতুন মুজিব কোর্ট পরিয়ে সম্মাননা জানান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।