রাজশাহীর পুঠিয়ায় আল মামুন নির্বাচিত হয়েছেন
প্রকাশিত : ০৯:৩৮ অপরাহ্ণ, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার ১০১ বার পঠিত
মোঃ আনছার তালুকদার স্বাধীনঃ
রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগ প্রার্থী রবিউল ইসলাম পেয়েছেন ৫১৫৮ ভোট। বিএনপি প্রার্থী আল মামুন ৫৯২০ ভোট পেয়ে ৭৬০ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন ফলাফলের বিষয়টি নিশ্চিত করে জানান, পুঠিয়া পৌরসভা নির্বাচনে ৭৬০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আল মামুন খান। ধানের শীর্ষ প্রতীকে তার মোট প্রাপ্ত ভোট ৫ হাজার ৯২০টি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রবিউল ইসলাম রবি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৬০ ভোট। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (নারকেল গাছ প্রতীক) গোলাম আজম নয়ন পেয়েছেন ১ হাজার ১৭৪ ভোট।
পুঠিয়া পৌর নির্বাচনে মোট ১৬ হাজার ৬৩৩ জনের মধ্যে ভোট প্রদান করেছেন ১২ হাজার ২৮৮ জন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।