রাজশাহীর মোহনপুরে মাদ্রাসা হাইজিন কর্নার কাম ব্লক নির্মাণ কাজের উদ্বোধন
প্রকাশিত : ০৬:৫৩ অপরাহ্ণ, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার ৫৮ বার পঠিত
মোঃ আলাউদ্দিন মন্ডল, রাজশাহী:
রাজশাহীর মোহনপুরে ধুরইল এলাকায় ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার ওয়াস রুমের নির্মাণের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন এ্যাড: জনাব মোঃ আব্দুস সালাম চেয়ারম্যান মোহনপুর উপজেলা পরিষদ বিশেষ অতিথি জনাব মোঃ সানওয়ার হোসেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সহযোগিতায় মোহনপুর উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (UGDP) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপোরোশন এজেন্সি (জাইকা) বাস্তবায়নে এলজিইড মোহনপুর রাজশাহী।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।মোহনপুর উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (UGDP) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপোরোশন এজেন্সি (জাইকা) অর্থায়নে মাদ্রাসার এ ভবনের নির্মাণ কাজ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে ধুরইল আওয়ামী লীগ সভাপতি জনাব মোঃ ওয়াজেদ আলী শাহ ও সাধারণ সম্পাদক জনাব মোঃ দেলোয়ার হোসেন জনাব মোঃ কাজিন উদ্দিন সরকার চেয়ারম্যান ধুরইল ইউনিয়ন পরিষদ এবং ৪ নম্বর ওয়ার্ড সদস্য জনাব মোঃ শামসুল হুদা। ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ আক্কাস আলী , ছাত্রলীগ নেতাসহ মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।