রাজশাহী কাটাখালী পৌরসভা যুবনেতা শরীয়তের উপর সন্ত্রাসী হামলা”
প্রকাশিত : ০৪:১৫ অপরাহ্ণ, ১৮ মে ২০২০ সোমবার ১৫৪ বার পঠিত
শনিবার ১৬ই মে, ২০২০ইং তারিখ। দুপুর ২’০০ ঘটিকায় সময়। মোটর সাইকেল যোগে রাজশাহী কোর্ট এলাকা থেকে বাড়ি ফেরার পথে। রাজশাহী ফায়ার সার্ভিস মোড়ে পৌছামাত্রই এক দল দুর্বৃত্ত মাথায় হেলমেট পরিহিত মোটর সাইকেল যোগে এসে শরীয়ত উল্লাহ সৈকতের উপর হামলা চালায়। এতে তিনি মাথা, হাতেরহানা এবং শরীরের বিভিন্ন স্থানে ও পায়ে আঘাত প্রাপ্ত হন। এসময় স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশংকা মুক্ত বলে জানা যায়। এ বিষয়ে শরীয়ত উল্লাহ সৈকতের পরিবারের সদস্যরা জানান, পূর্ব শক্রতার জেরে কতিপয় ব্যক্তির টার্গেট হন শরীয়ত উল্লাহ সৈকত। এ কারনে ঐ সকল ব্যক্তিরা তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে এ হামলা চালিয়েছে বলে পরিবারের ধারনা। তাছাড়াও কাটাখালী হাটের ইজারা ও শ্যামপুর বালুর ঘাটের ইজারা নিয়েও বেশ কিছুদিন ধরেই অরাজকতার চেষ্টা করেই চলেছে শক্ররা। নাম প্রকাশে অনেচ্ছুক একাধীক কাটাখালী পৌরবাসী জানান, পূর্ব শক্রতার জেরে শরিয়তের উপর এমন হামলা হয়েছে। এদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শরীয়ত উল্লাহ সৈকতের ঘাড়ের হাড় ফ্যাকচার হয়েছে ও তার মাথায় ইন্টারনাল ব্লিডিংসহ বাম পায়েও যথেস্ট আঘাতের ক্ষত রয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।