রাজশাহী গোদাগাড়ীতে ৯৮৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১
প্রকাশিত : ০৮:২৭ অপরাহ্ণ, ২৩ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার ২১ বার পঠিত
মোঃ ইসহাক
গোদাগাড়ী (রাজশাহী)উপজেলা প্রতিনিধিঃ :
রাজশাহী গোদাগাড়ী উপজেলাধীন আমতলী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৮৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আসামী, গোদাগাড়ী উপজেলাধীন তালাইছাতনী পাড়া এলাকার লালমন বিবি ও মোঃ সেকেন্দার আলীর ছেলে শফিকুল ইসলাম (৩০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৫ টার দিকে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৮৫পিচ ইয়াবাসহ হাতেনাতে শফিকুলকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তার নিকট হতে একটি মোবাইল ফোন,একটি সিম কার্ড, ও একটি মেমোরি কার্ড জব্দ করে র্যাব।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।