রাজশাহী জেলায় ঘূর্ণিঝড় আম্ফফানের মধ্যে আম কুড়াতে গিয়ে এক বক্তির মৃত্যু!
প্রকাশিত : ১০:৫০ অপরাহ্ণ, ২১ মে ২০২০ বৃহস্পতিবার ১৩৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় ঘূর্ণিঝড় আম্পান’র মধ্যে আম কুড়াতে গিয়ে এক বক্তির মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তি মনোয়ারা বেগম (৪২) তিনি উপজেলার হরিদাগাছি গ্রামের বারুইপাড়ার ইসহাক আলীর স্ত্রী। বুধবার ২১শে মে, ২০ইং তারিখ। দিবাগত রাত্রি ৩’৩০ টায় সময়। বাড়ির পাশে আম গাছের নিচে থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানওয়ার হোসেন জানান, রাত্রিতে ছোট মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন মনোয়ারা বেগম। পরে ঝড় শুরু হলে পরিবারের সদস্যদের অগোচরে আম কুড়াতে যান তিনি। ছোট মেয়ে ঘুম থেকে জেগে মাকে না পেয়ে কান্না শুরু করলে অন্যরা জানতে পারেন।
দীৃর্ঘ সময় পার হয়ে গেলেও মনোয়ারা বেগম বাড়িতে না আসায় তাকে খুঁজতে বের হয়। বাড়ির পাশে আম গাছের নিচে বসে থাকতে দেখা যায়। তবে তার গায়ে স্পর্শ করার পর মাটিতে লুটিয়ে পড়ে তিনি। সেখান থেকে দ্রুত বাড়িতে আনার পর জানা যায়, তিনি মারা গেছেন।
এবিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, নিহতের শরীরে কোনো আঘাতে চিহ্ন নেই। কোনো গাছ বা গাছের ডালও ভেঙে পড়েনি। কীভাবে তিনি মারা গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায় নি।
ইউএনও সানওয়ার হোসেন বলেন, আম কুড়াতে গিয়ে মারা যাওয়া নারীর মেয়ে কিছুদিন আগে ঢাকা থেকে বাড়িতে ফেরেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছিল।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।