রাজশাহী জেলা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১১:১৩ অপরাহ্ণ, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার ৫৩ বার পঠিত
নিউজ ডেক্সঃ
আজ ২৪-০১- ২০২১ তারিখ বেলা ১১.০০ টায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম,পিপিএম স্যার। সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) স্যার। কল্যাণ সভায় রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার – ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন ।কল্যাণ সভায় লজিস্টিক সার্পোট বৃদ্ধিকরণ, স্বাস্থ্যসেবা সুবিধা বৃদ্ধিকরণ, অবকাঠামোগত উন্নয়নসহ ইত্যাদি কল্যাণকর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রধান অতিথি বিট পুলিশিং কার্যকর করার মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে থানার অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। প্রত্যাশিত সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টির উপর বিশেষ গুরত্বারোপ করা হয়। সকলকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।
::মোঃ ইফতে খায়ের আলম
অতিরিক্ত পুলিশ সুপার (সদর)
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।