রাজশাহী ট্রাফিক বিভাগের পক্ষ হতে রাজশাহীবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন
প্রকাশিত : ০২:১৭ পূর্বাহ্ণ, ২৩ মে ২০২০ শনিবার ৪৩২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী ট্রাফিক বিভাগের পক্ষ হতে টিআই (প্রশাসন) মোঃ মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, পবিত্র মাহে রমজান মাস এবার একটু ভিন্ন ভাবে পালিত হচ্ছে। কেন এভাবে পালিত হচ্ছে তা আপনারা সবাই ভালো করে জানেন। করোনা ভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে এসেছে। পবিত্র মাহে রমজান মাসে আপনারা আমার পরিবার ও রাজশাহীতে কর্তব্যরত সকল ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য দোয়া করবেন। সকলেই সরকারের বিধি-বিধান মেনে ঈদ উদযাপন করবেন। সকলের দীর্ঘায়ু কামনা করছি।
এছাড়াও আমি রাজশাহীবাসী সহ দেশবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
★ঈদ মোবারক★
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।