রাজশাহী তানোর উপজেলার ৩ নং পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের বধিত সভায় এমপি ফারুক চৌধুরী
প্রকাশিত : ০৮:৪১ অপরাহ্ণ, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার ১১৩ বার পঠিত
বিশ্বজিত চৌধুরী, তানোর প্রতিনিধি:
রাজশাহী তানোর উপজেলার ৩ নং পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত।
উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন : তানোর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব লুৎফর হায়দার রশিদ ময়না।কর্মী সভায় সভাপতিত্ব করছেন : পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন।বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন : তানোর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী। তানোর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার। তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। তানোর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাসেম। বাধাইড় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান। কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন। রাজশাহী পশ্চিম বোয়ালিয়া আ”লীগের সহ সভাপতি আবুল বাশার সুজন। সাবেক গোদাগাড়ী উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি শফিকুল সরকার। তানোর উপজেলা আওয়ামী সৈনিক লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান নয়ন যুবলীগ নেতা আরিফ রায়হান তপন, সিজার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।