রাজশাহী মুন্ডুমালা পৌরসভার নৌকার মাঝি হলেন আমির হোসেন আমিন
প্রকাশিত : ০৪:১৬ অপরাহ্ণ, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার ১১০ বার পঠিত
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তানোর উপজেলার মুন্ডমালা পৌরসভার তিন বারের কাউন্সিলর আমির হোসেন আমিন।শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।ফলশ্রুতিতে তিনিই নৌকার প্রার্থী হিসেবে মুন্ডমালা পৌরসভা নির্বাচনে অংশ নেবে।তিনি ধন্যবাদ জানান জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ও তারই আস্থা ভাজন তানোর গোদাগাড়ীর সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি কে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।