রাজশাহী-২ সংসদ ফজলে হোসেন বাদশা কর্তৃক ২৪টি পেশাজীবী সংগঠনকে ২৪ লাখ টাকা অনুদান প্রদান
প্রকাশিত : ১০:৫৫ অপরাহ্ণ, ২১ মে ২০২০ বৃহস্পতিবার ১৮০ বার পঠিত
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী-২, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। আজ দুপুর ১২’০০ টায় সময়। নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় নিজ সংসদীয় কার্যালয় থেকে এ অনুদানের চেক বিতরণ করেন।
করোনাভাইরাস পরিস্থিতিতে সংগঠনের সদস্যরা বেকায়দায় পড়ায় নন-এমপিও শিক্ষক সমিতি, বস্ত্র দোকান কর্মচারী সমিতি, সেলুন কর্মচারী ইউনিয়ন, কার্পেন্টার শ্রমিক ইউনিয়ন, মহিলা পরিষদ, রাজশাহী মহানগর কলেজ শিক্ষক সমিতি, দোকান কর্মচারী সমিতিসহ মোট ২৪টি সংগঠনের প্রতিটিকে এক লাখ টাকার করে চেক দেয়া হয় রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য হিসেবে পাওয়া সরকারি বরাদ্দ থেকে এসব অনুদান দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমণ্ডলির সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ দলটির অন্য নেতাকর্মীরা ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।