রাজারহাটের লিমন টেফেন্ডা ট্যাবলেট সহ আটক
প্রকাশিত : ০৯:১৮ অপরাহ্ণ, ২৫ নভেম্বর ২০২০ বুধবার ৩৮ বার পঠিত
মোঃ রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
রাজারহাট বিএল হাই স্কুলের পাশ্ববর্তী ধানক্ষেত থেকে মাদক বেচাকেনা ও সেবনের সময় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে রাজারহাট থানার এসআই নাজমুলের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য সহ হাতে নাতে গ্রেফতার করে লিমন সহ তার পার্টনার কে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাংবাদিক বলেন লিমন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত এবং সে নিজেও একজন মাদকসেবী। মাদক ব্যবসাকে অবাধে চালিয়ে যেতে তিনি প্রেসক্লাব রাজারহাট এর সদস্য হয়ে সাংবাদিক পরিচয় দিয়ে এতোদিন নির্বিঘেœ মাদক ব্যবসা করে আসছিলো। লিমনের এই অবৈধ মাদক ব্যবসার সহায়তার পিছনে নেপথ্যে আরো এক প্রভাবশালীর হাত রয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আসামী আটক করা হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে। তিনি আরো বলেন- কোন মাদক সেবীই হউক আর মাদক ব্যবসায়ীই হউক রাজারহাটে থাকতে পারবে না। রাজারহাট কে মাদক মুক্ত করাই আমার প্রধান লক্ষ্য।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।