রাজারহাটে অভিযান চালিয়ে হিরোইন ও ইয়াবা সহ আটক দুই
প্রকাশিত : ০৮:১৯ অপরাহ্ণ, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার ৬৫ বার পঠিত
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে, হিরোইন ইয়াবা ও ট্যাপেন্ডা ট্যাবলেট সহ দুইজনক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, রাজারহাট উপজেলা সদর ইউনিয়নের দুধ খাওয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ৪ ডিসেম্বর দিবাগত রাতে রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে। মাদক ব্যবসায়ী আবদুল কুদ্দুসের বাড়িতে তল্লাশী চালিয়ে রান্না ঘর থেকে ২৫পিস ইয়াবা,১.৫০গ্রাম হিরোইন,৪ পিস ট্যাপেন্ডা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২৫০০টাকা সহ দুজন কে গ্রেফতার করে ।গ্রেফতার কৃত দুজন আব্দুল কুদ্দুস( ৪০) ও রুবেল (২৫)মাদক সেবন অবস্থায় হাতেনাতে গ্রেফতার হন।স্থানীয় সুত্রে জানা যায় আব্দুল কুদ্দুস দীর্ঘদিন থেকে মাদকের ব্যবসার করে আসছে,তার বাড়ির পাশে নিজস্ব ওষুধ ব্যবসার আড়ালে এই মাদকের কারবার করে আসছিলো।
এবিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন আসামিদের বিরুদ্ধে রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।