রাজাশাহীর গোদাগাড়ীতে মুক্তিযোদ্ধা ও ইমামদের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত : ০৭:০৪ অপরাহ্ণ, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার ৭৪ বার পঠিত
গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে মুক্তিযোদ্ধা ও ইমামদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৪ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে গোদাগাড়ী উপজেলা চত্বরে ৪৩৬ জন বীর মুক্তিযোদ্ধা ও ৬১১ জন মসজিদের ইমামদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ত্রাণ মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে ১০৪৭টি কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ করার সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী মোঃ আবু বাশির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কাউসার মাসুম সহ অন্যান্যরা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।