সাংবাদিকের সাথে সাংসদ মনসুরের মতবিনিময়
প্রকাশিত : ১০:৩৬ অপরাহ্ণ, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার ৩৯ বার পঠিত
নিজেস্ব প্রতিবেদকঃ
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুগার্পুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। তাদের লেখনীর ফলে পটভূমির
পরিবর্তন হয়। বস্তনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সংবাদিকদের। তবে কেউ কেউ মহান এ পেশার
প্রতি শ্রদ্ধাশীল না হওয়ায় সাংবাদিকদের যথাযথ মূল্যয়ন হচ্ছে না। সকল সংবাদকর্মীকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বস্তনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনকল্যাণে কাজ করার আহবান জানান তিনি।
এ সময় রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, স্মৃতি পরিষদের সহঃসভাপতি সালাউদ্দীন মিন্টু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, দৈনিক আমাদের সময়ের ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, স্মৃতি পরিষদের সদস্য মো. শরিফ উদ্দীন,
রাকিবুল হাসান শুভ, সাগর নোমানী, হানিফ চৌধুরী, আরিফুল ইসলাম প্রমূখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।