স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচারী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রকাশিত : ০৭:৩৭ অপরাহ্ণ, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার ৯২ বার পঠিত
বিশ্বজিত চৌধুরী, তানোর উপজেলা প্রতিনিধিঃ
তারুণ্যের জয় হবে নিশ্চয়ই’ এ প্রত্যয়ে এগিয়ে চলা রাজশাহীর তানোর এর স্বেচ্ছাসেবী
সংগঠন স্বপ্নচারী উন্নয়ন সংগঠন (SUS) এর এক বছর মেয়াদী নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে যুবনেতা মোঃরুবেল হোসেন (মিন্টু) -কে সভাপতি এবং তরুণ সমাজসেবক মোঃ অমিত হাসান (রনি) -কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে। স্বপ্নচারী উন্নয়ন সংগঠন এর বার্ষিক সাধারণ সভায় নির্বাচন প্রক্রিয়ায় সংগঠনের সদস্যরা ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করেন। আজ শনিবার (২৩ জানুয়ারী ২০২১) বিকেলে রাজশাহীর তানোর থানাধীন গোকুল মথুরা গ্রামে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচারী উন্নয়ন সংগঠন (SUS) এর নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে নির্বাচন প্রক্রিয়ায় সংগঠনের সদস্যরা ভোটের মাধ্যমে সহঃসভাপতি পদে মোঃ মিলন পারভেজ , কোষাধ্যক্ষ/অর্থ সম্পাদক পদে শ্যাম সূত্রধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ ফয়সাল কবিরাজ রাকিন, নারীওশিশু বিষয়ক সম্পাদক পদে মোসাঃরাখি খাতুন, এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে সুব্রত কুমার মধুময় কে নির্বাচিত করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।