RAB-5 এর অভিযানে কোটি টাকার হেরোইনসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ০৪:২৩ অপরাহ্ণ, ২৫ জানুয়ারি ২০২১ সোমবার ৮৮ বার পঠিত
RAB-5 নিউজ ডেক্সঃ
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে RAB-5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গত ২৪ জানুয়ারি ২০২১ তারিখ রাত ০৯.৪৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বাইপাস গোলচত্ত্বরস্থ বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অপারেশন পরিচালনা করেন।
উক্ত অভিযানে, ০১ কেজি ৩০ গ্রাম হেরোইন, ২৮ বোতল ফেন্সিডিল, ০২ টি মোবাইল ফোন, ০৩ টি সীমকার্ড , ০১ টি মেমোরীকার্ড, ০১ টি পিকআপ ও ০১ সেট যানবাহন নথিপত্রসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রবিউল ইসলাম (৪৫), পিতা-মৃত সেকান্দার আলী, সাং-নুরুল্লাপুর, থানা-লালপুর, জেলা-নাটোর ২। মোঃ টিপু সলতান (৪০), পিতা-মৃত মইনুল, সাং-বাদুরিয়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহীদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করেন। ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।