RAB-5 এর অভিযানে বিদেশী পিস্তল, পাইপ গান, ম্যাগজিন এবং গুলি সহ ০১ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ০৭:২৬ অপরাহ্ণ, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার ৭০ বার পঠিত
RAB-5 নিউজ ডেক্সঃ
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, RAB-5, রাজশাহী সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গত ২৮ জানুয়ারি ২০২১ তারিখ রাত ০৮:০০ ঘটিকায় রাজশাহী মহানগর চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক লেকেরপাড় সংলগ্ন দক্ষিণপার্শ্বে ভদ্রা টু রেল কলোনীগামী এলাকায় অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে, অস্ত্র ব্যবসায়ী মোঃ সুকচাঁদ আলী (২০), পিতা-মোঃ আকতার হোসেন, সাং-দাশমারী করিডোর মোড়, থানা-মতিহার, মহানগর রাজশাহী’কে বিদেশী পিস্তল-০১টি, পাইপ গান-০১টি, ম্যাগজিন-০১টি এবং ০২ রাউন্ড গুলি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।