RAB-5 এর অভিযানে বিদেশী পিস্তল, ম্যাগজিন এবং গুলিসহ ০১ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ০৩:২৭ অপরাহ্ণ, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার ৬৭ বার পঠিত
RAB-5 নিউজ ডেক্সঃ
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে RAB-5, রাজশাহী সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গত ২৫ জানুয়ারি ২০২১ তারিখ সন্ধ্যা ০৭:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শসানঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে, অস্ত্র ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম (৩৯), পিতা-মোঃ মনতাজ আলী, মাতা-মৃত শাবনুর বেগম, সাং-দূর্গাপুর, ওয়ার্ড নং-০১, ইউপি-৪নং জামবাড়িয়া, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে বিদেশী পিস্তল-০২টি, ম্যাগজিন-০৪টি, গুলি-১১ রাউন্ড, মোবাইল সেট-০১টি, সীমকার্ড-০১টি এবং নগদ-২,৫০০/- টাকা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।