আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রায়ঘাটি ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী সুরঞ্জিতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ০৬:৪০ অপরাহ্ণ, ১২ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার ১৩২ বার পঠিত
আজ শুক্রবার (১২ই ফেব্রুয়ারি) আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউপিতে কারাবাসকারী ও বঞ্চিত নেতা নৌকার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী সুরঞ্জিত সরকারের মতবিনিময় এক সভা অনুষ্ঠিত হয়।
বিকালে সুরঞ্জিত সরকার তার ভক্ত-সমর্থক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রায়ঘাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ শেষে কামারপাড়া বাজারে এসে একটি প্রচার মিছিল করে। প্রচার মিছিল শেষে তারা কামারপাড়া বাজারের পূর্ব পাশে অবস্থিত ওবায়দুলের চাতালে নির্বাচনী মত বিনিময় সভা করে।
আলহাজ্ব জাহের উদ্দিনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রায়ঘাটি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী সুভল সরকার, রায়ঘাটি কৃষকলীগ সভাপতি আকবর আলী এবং সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, জায়গাটি ইউনিয়নের শ্রমিকলীগ সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, রাইখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রানা হোসেন এবং সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রানা সহ রায়ঘাটি ইউনিয়নের বিভিন্ন স্তরের সাধারণ মানুষসহ নেতাকর্মীবৃন্দ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।