ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা সৌদি নেতৃত্বাধীন জোটের
প্রকাশিত : ০৯:৫৯ পূর্বাহ্ণ, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার ১৮৭ বার পঠিত
ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার থেকে এই যুদ্ধ বিরতি কার্যকর হবে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোটের কর্মকর্তারা। কর্মকর্তারা জানায়, জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে সৌদি নেতৃত্বাধীন জোট পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধে বিরতি আনা হয়েছে।করোনা মহামারির কারণে গতমাসে ইয়েমেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। এরপর এই যুদ্ধ বন্ধের জন্য মার্টিন গ্রিফিথস নামের একজন বিশেষ প্রতিনিধিও নিয়োগ করে জাতিসংঘ।বুধবার ইয়েমেনে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফিথস। এক বিবৃতিতে গ্রিফিথস বলেন, দলগুলোকে এখন সুযোগ কাজে লাগাতে হবে এবং জরুরীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। ২০১৫ সালের মার্চ মাস থেকে ইরানের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে হুতিদের পক্ষ থেকে এই যুদ্ধবিরতি মেনে নেয়া হয়েছে কিনা সেটি এখনো জানা যায়নি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।