করোনা মোকাবিলায় পাশাপাশি শাহরুখ-প্রিয়াঙ্কা
প্রকাশিত : ০১:৪৮ অপরাহ্ণ, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার ১৯১ বার পঠিত
‘বলিউড কিং’ শাহরুখ খান ও সুপার স্টার প্রিয়াঙ্কা চোপড়া এবার করোনা মোকাবেলায় জুটি বেঁধেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হয়ে করোনাভাইরাস মোকাবিলায় তারা ত্রাণ তহবিলে সাহায্য করবেন। পাশাপাশি করোনা মোকাবেলায় করণীয় ও স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে কথা বলবেন এই দুই সুপার স্টার।
টুটারে এ খবর জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া নিজেই। তিনি বলেন, ভাইরাস মোকাবেলায় সকলে বাড়িতে থাকুন।
জানা গেছে ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’-এর জন্য এই অনুষ্ঠান করছেন তারা। অনুষ্ঠানে আরও থাকবেন লেডি গাগাসহ হলিউডের অন্যান্য অভিনেতারাও। আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।
প্রসঙ্গিত, করোনাভাইরাস প্রতিরোধের নিমিত্তে পুরো অনুষ্ঠানটি হবে বাড়ি থেকেই। সবাই লাইভে অংশ নেবেন। থাকবেন ডেভিড বেকহ্যামও। বাড়ি থেকে নজর রাখুন আপনিও।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।