চলে গেলেন নাফিরার দেশে উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার আব্দুস সাত্তার
প্রকাশিত : ০৯:০৪ অপরাহ্ণ, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার ১০০ বার পঠিত
ডা.আব্দুল্লাহ আল ওয়াদুদ মহাদেবপুর প্রতিনিধি :
সবাইকে কাঁদিয়ে চলে গেলেন নাফিরার দেশে নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার আব্দুস সাত্তার(৬০)। (ইন্নালিল্লাহে—–রাজিউন)। ২৩ ডিসেম্বর বুধবার অর্থাৎ মঙ্গলবার রাত ১২.৩০ মি. তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মুরহুম আব্দুস সাত্তার এনায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবীদ আব্দুর রহমান ভিসির জামাই এবং শীবপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। মৃত্যুকালে তিনি রেখে গেছেন,স্ত্রী,১ছেলে,১মেয়েসহ অসংখ্য শুভাকাঙি। বুধবার বাদ জোহর মুরহুমের জানাজা শীবপুর গ্রামে অনুষ্টিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মুরহুমের জানাজায় ইউএনও মো.মিজানুর রহমান মিলন,উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন,সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগর, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আককাস আলীসহ বিভিন্ন প্রেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন। মুরহুমের শোক সপ্ত পারিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন,জাতীয় কবিতা পরিষদ,উপজেলা প্রেসক্লাব ও উপজেলা নির্বাহী অফিস।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।