তানোরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
প্রকাশিত : ০৯:২৯ অপরাহ্ণ, ২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার ৮৮ বার পঠিত
বিশ্বজিত চৌধুরী, তানোর প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলা পরিষদের আয়োজনে ২১ ফেব্রুয়ারী ২০২১ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। জানা গেছে, ২১ ফেব্রুয়ারি রাত ১২.০১ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন।এদিকে সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। একই দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর শহীদ মিনারে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো, তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) রাকিবুল হাসান প্রমুখ। এছাড়াও শহীদদের আত্মার মারফেরাত কামনা সহ মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ দোয়া প্রার্থনার আয়োজন করা হয়, দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ দোয়া করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।