ধামরাই পৌর নির্বাচনে ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশিত : ০৭:১৮ অপরাহ্ণ, ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার ৩৯ বার পঠিত
মো: মনোয়ার হোসেন রুবেল (ধামরাই প্রতিনিধি)
ঢাকার ধামরাই পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ ৩ মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার বিকেলে উপজেলা নির্বাচন কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা নেন জেলা নির্বাচন কর্মকর্তা মো: মুনীর হোসাইন খান।
আওয়ামী লীগের সমর্থনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র গোলাম কবির মোল্লা। বিএনপির সমর্থনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন দলের পৌর কমিটির সভাপতি ও সাবেক মেয়র দেওয়ান নাজিমুদ্দিন মঞ্জু। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থিত প্রার্থী মোহাম্মদ শওকত আলীও মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত ২২ নভেম্বর ২৫টি পৌরসভার নির্বাচনি তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী ধামরাই পৌরসহ ২৫ পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে। এরজন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর। বাছাই ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।