না ফেরার দেশে চলে গেলেন মোঃ তোয়াবুর রহমান
প্রকাশিত : ১১:১০ অপরাহ্ণ, ২৩ নভেম্বর ২০২০ সোমবার ৩৪ বার পঠিত
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মরহুম আলহাজ্ব আবুল হোসেনের ২য় পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও বোদা উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোয়াবুর রহমান আজ বিকেল ৫ টা ৫ মিনিটে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
আগামী কাল মঙ্গলবার বিকেল ৪.১৫ মিনিটে মরহুমের নামাজে জানাজা শেষে বোধগাঁওস্থ পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন হবে।
মৃত্যুকালে তিনি তার স্ত্রী, ভাই, বন্ধু সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মোঃ তোয়াবুর রহমান সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে কাজ করা সময় বোদা উপজেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
মোঃ তোয়াবুর রহমান সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মৃত্যুর খবর শুনে তার দীর্ঘ দিনের সহকর্মী সহ এলাকার মানুষ তার বাসভবনে ছুটে যান।
তার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন পঞ্চগড় জেলার সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, কেদ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন ও আটোয়ারী উপজেলা শিক্ষক – কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান জিল্লুর হোসেন সরকার সহ আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন সহ বিভিন্ন শ্রেণীর মানুষ তার হঠাৎ মৃত্যুতে মাগফেরাত কামনা করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।