বিনা প্রতিদ্বন্দ্বীতায় কেশরহাট পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলেন হাফিজুর রহমান বকুল
প্রকাশিত : ০৯:০৫ অপরাহ্ণ, ১১ জানুয়ারি ২০২১ সোমবার ২৩৮ বার পঠিত
পৌর প্রতিনিধিঃ
আগামী ৩০ই জানুয়ারি তৃতীয় ধাপে রাজশাহীর কেশরহাট পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে। কেশরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৩নং ওয়ার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কেশরহাট বাজারটি ৩নং ওয়ার্ডেই অবস্থিত। এই ৩নং ওয়ার্ড হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোঃ গিয়াস উদ্দিন, মোঃ শফিকুল ইসলাম বুলবুল এবং মোঃ হাফিজুর রহমান বকুল। তৃতীয় ধাপের এই নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১০ই জানুয়ারি। মোঃ গিয়াস উদ্দিন এবং মোঃ শফিকুল ইসলাম বুলবুল প্রার্থীতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় কেশরহাট পৌর নির্বাচনে ৩নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হলেন মোঃ হাফিজুর রহমান বকুল।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।