‘বিপিএল নিয়ে তোমাদের ওখানে কী হচ্ছে?’
প্রকাশিত : ০৭:০২ পূর্বাহ্ণ, ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ২৬৩ বার পঠিত
প্রতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ঘনিয়ে আসলেই শুরু হয় নানা নাটকীয়তার। সপ্তম আসরেও তার ব্যতিক্রম নেই। সবাইকে চমকে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি জানিয়েছেন বঙ্গবন্ধুর নামে অনুষ্ঠিত এবারের বিপিএলে থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি।
এরপর থেকে বিসিবির নেয়া এমন সিদ্ধান্তের ব্যাপারে প্রতিবাদ জানিয়ে আসছে আগের আসরের ফ্যাঞ্চাইজিগুলো। এবার এ নিয়ে মুখ খুলেছেন খুলনা টাইটান্সের মালিক কাজী এনাম। বিপিএলে ফ্যাঞ্চাইজি থাকছে না, এমন সিদ্ধান্তের আগেই তারা দলে ভিড়িয়েছিল অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার শেন ওয়ানটসনকে। তা নিয়েই এখন তাকে সম্মুখীন হতে হচ্ছে নানা প্রশ্নের।
এ নিয়ে কাজী এনাম বলেন, ‘একজন শেন ওয়াটসন, গেইলের সাথে চুক্তি করতে অনেক কষ্ট করতে হয়। ৬ মাস কাজ করে ওয়াটসনের সাথে চুক্তি করতে পেরেছি। ওয়াটসনের এজেন্ট ও স্ত্রী ফোন করে আমাকে প্রশ্ন করেছে বিপিএল নিয়ে তোমাদের এখানে কি হচ্ছে?’
তবে নিজেরা বিপিএল আয়োজন করলেও বিসিবি বিদেশী ক্রিকেটারদের ঠিকই আনবে বলে বিশ্বাস তার। তিনি আরও বলেন ‘বিপিএল এভাবে কলঙ্কিত হোক চাইনা। আমি বিসিবিকে অনুরোধ করবো, বোর্ড সভাপতি কিন্তু বলেছেন বিপিএল আয়োজন করতেই হবে। মূলত ব্রডকাস্ট থেকে শুরু করে বিদেশী ক্রিকেটারদের চুক্তির বিষয় আছে। আমি বিশ্বাস করি নিজেরা বিপিএল আয়োজন করলেও চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নিয়ে আসবে বিসিবি।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।