মহাদেবপুরে স্বাস্থ্যবিধি মেনে বই উৎসব পালন
প্রকাশিত : ০৭:০৬ অপরাহ্ণ, ২ জানুয়ারি ২০২১ শনিবার ১১২ বার পঠিত
ডা.আব্দুল্লাহ আল ওয়াদুদ মহাদেবপুর প্রতিনিধি :-
নওগাঁর মহাদেবপুরে ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে ১লা জানুয়ারি ২০২১ নতুন বছরের প্রথম দিনে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। নববর্ষের প্রথম দিন শুক্রবার উপজেলার জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় ও মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই বিতরণের উদ্বোধন ও বক্তব্য রাখেন,নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু, মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, প্রধান শিক্ষক মোর্শারফ হোসেন, ইব্রাহীম সরকার ও আব্দুস সোবহান প্রমুখ। এ সময় প্রধান অতিথি এমপি সেলিম মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়, মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিনে নতুন বই তুলে দেন।#
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।