“মুজিববর্ষ সেরা কন্ঠ” বাছাই প্রতিযোগিতায় নওগাঁয় ইয়েস কার্ড প্রদান
প্রকাশিত : ০৮:০১ অপরাহ্ণ, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার ১১৯ বার পঠিত
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে “মুজিববর্ষ সেরা কন্ঠ” নওগাঁ বাছাই প্রতিযোগিতা (উপজেলা পর্যায়) ২০২০ অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিন ব্যাপি সাপাহার উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমীর সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যান চৌধুরীর সভাপতিত্বে শিল্পকলা একাডেমীতে অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়। ৯ জন প্রতিযোগীর অংশ গ্রহনে অনুষ্ঠিত অডিশন রাউন্ডে ৪ জন অভিজ্ঞ বিচারক মন্ডলীর মতামতের ভিত্তিতে ৩ জন প্রতিযোগীকে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করার লক্ষে নির্বাচিত করে ইয়েস কার্ড প্রদান করা হয়।
উপজেলা পর্যায়ে নির্বাচিতরা হলেন, নাফিস ফুয়াদ প্রথম, মাসরুফা জান্নাত তানিয়া দ্বিতীয় এবং বেলী রায় তৃতীয় স্থান অধিকার করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এসময় অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী সন্তোষ কুমার, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার রিপোর্টার্স ফোরাম সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাংবাদিক সোহেল চৌধুরী রানা, সাংবাদিক প্রদীপ সাহা, সংবাদিক মনিরুল ইসলাম, সাংবাদিক নিখিল বর্মন প্রমূখ।
অডিশনে বিচারক এর দায়িত্বপালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, সাপাহার সৃষ্টি একাডেমীর প্রধান শিক্ষক ইস্ফাত জেরিন মিনা, শিল্পকলা একাডেমী শিক্ষক হারুনুর রশিদ ও মিতালী বর্মন।#
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।