মোহনপুরের বাকশৈল গ্রামের লুৎফর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে
প্রকাশিত : ১২:২০ অপরাহ্ণ, ৯ জুন ২০২০ মঙ্গলবার ৮৬৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
জানা গেছে, মোহনপুর থানাধীন বাকশৈল গ্রামের লুৎফর রহমান (৫০) করোনা পজিটিভ হয়ে আজ সকাল ৮:৩০ মিঃ মারা গেছেন।
রাজশাহীর মোহনপুর থানাধীন বাকশৈল গ্রামের লুৎফর রহমান মৃত শাহজাহান হাজীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ হার্টের সমস্যা, শ্বাসকষ্ট, অ্যাজমা সহ বিভিন্ন শারীরিক রোগে ভুগছিলেন। লুৎফর রহমান মুহিষকুন্ডি দাখিল মাদরাসায় কৃষি বিষয়ের শিক্ষক ছিলেন। কয়েকদিন আগে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গতকাল রিপোর্টে বলা হয়, বাকশৈল গ্রামের লুৎফর রহমান করোনা পজেটিভ। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।