রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম বাবু নির্বাচিত
প্রকাশিত : ০২:১১ অপরাহ্ণ, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার ৪০ বার পঠিত
আব্দুল আলিম গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম বাবু নির্বাচিত হয়েছে। গোদাগাড়ী পৌরসভার বর্তমান মেয়র ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল ইসলাম বাবু নারিকেল গাছ প্রতিকে ভোটে পেয়েছেন ৮ হাজার ৮১৫।তার নিকটতম বিএনপির মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া রুলু ধানের শীষ প্রতিকে ভোট পেয়েছেন ৬ হাজার ৭৯৩। আর আওয়ামীলীগের মেয়র প্রার্থী নৌকা প্রতিকে ভোট ৪ হাজার ১৪ ও জামায়াত সমার্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী ড. ওবায়দুল্লাহ জগ প্রতিকে ৩ হাজার ৭৭৪ পেয়েছেন। এদিকে পৌরসভার ১নং ওয়াডে আব্দুল জাব্বার(নতুন),২নং ওয়ার্ডে মোফাজ্জুল হোসেন মোফা,(পুরাতন)৩নং ওয়ার্ডে মনিরুল ইসলাম মনির,(নতুন)৪নং ওয়ার্ডে আব্দুল হাকিম,(পুরাতন)৫নং ওয়ার্ডে শহিদুল ইসলাম,(নতুন)৬নং ওয়ার্ডে সাংবাদিক শহিদুল ইসলাম,(নতুন)৭নং ওয়ার্ডে শামীম আকতার রুমেন বিশ্বাস,(নতুন)৮নং ওয়ার্ডে এমদাদুল হক মুকুল,(নতুন)৯নং ওয়াডে মোহাম্মদ ওবাইদুল্লাহ (পুরাতন)সাধারন কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছে। ১নং সংরক্ষিত ওয়ার্ডে ফজিলাতুন নেসা সিমাা,(নতুন)২নং সংরক্ষিত ওয়ার্ডে জান্নাতুন ফেরদৌসী বুন্নি,(নতুন)৩নং সংরক্ষিত ওয়ার্ডে জাহানারা খাতুন লাকী(নতুন) মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।