রাজশাহীর মোহনপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা
প্রকাশিত : ০৩:৫৫ অপরাহ্ণ, ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার ৬২ বার পঠিত
রাজশাহীর মোহনপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা বুধবার সকাল দশটায় উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সানজীদা রহমান রিক্তা, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ বিন কাশেম ,(ওসি) তদন্ত তৌহিদুল ইসলাম , সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ শরিফুল ইসলাম, এ্যাড. জাহিরুল ইসলাম, পর্যবেক্ষক ও সাবেক চেয়ারম্যান এমাজ উদ্দিন মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সাদিকুল ইসলাম স্বপন। সভায় বাল্য বিবাহ যৌন হয়রানি, মাদক দ্রব্যে অবৈধ ইটভাটায় ড্রাম চিমনি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।