লকডাউনে কে সাজাল সাকলাইন মুস্তাককে!
প্রকাশিত : ০১:৪৬ অপরাহ্ণ, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার ২৭৪ বার পঠিত
করোনা ভাইরাসের থেকে মুক্ত থাকতে ঘরে অবস্থান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এনিয়ে সচেতনতা বাড়াতে নানা কাণ্ড করে ভক্তদের ঘরে থাকতে বলছেন সেলিব্রেটিরাও। এবার এতে যোগ দিলেন পাকিস্তান ক্রিকেট দলের সর্বকালের সেরা স্পিনার সাকলাইন মুস্তাক।
লকডাউনের সময়ে অন্য এক রূপে ধরা দিলেন এই বিখ্যাত অফ স্পিনার।
কিন্তু সাকলাইন হঠাৎ যে এমন সুন্দর থেকে সুন্দরী হয়ে উঠবেন, তার ধারণা কেউ কখনও করেননি। ঠোঁটে তার লিপস্টিক, মাথাভরতি গোলাপি চুল। চোখে আবার আইলাইনার সঙ্গে ব্লু আই শ্যাডো। এ কোন সাকলাইন?
ভিডিওতে দেখা যাচ্ছে, এই সাবেক পাকিস্তানি স্পিনারের সঙ্গে রয়েছেন তারই কন্যা। তবে ভিডিওতে মুখ ঢেকেই রয়েছে সাকলাইন কন্যা। আর এই যে আমার মেকআপ আর্টিস্ট বলে সাবেক এই স্পিনার পরিচয় করিয়ে দিচ্ছেন মেয়ের।
এই ভিডিয়োই ট্যুইটারে শেয়ার করে সাকলাইন লিখছেন, ‘নিরাপদে থাকুন। বাড়িতে থাকুন। আর প্রিয়জনের সঙ্গে এই ভিডিও উপভোগ করুন।’
নতুন এই রূপের জন্য মেয়েকে ধন্যবাদ জানিয়েই ভিডিওতে সাকলাইন বলছেন, “আমরা সকলেই প্রায় কোয়ারেন্টাইনে রয়েছি। বাড়িতে থাকুন। নিরাপদে থাকুন।”
সাবেক এই লেগ স্পিনারের এমন ভিডিও দেখে নেটপাড়ায় শুরু হয়েছে বিস্তর হাসি এবং মজা। পাকিস্তানের ব্যাটসম্যান আহমেদ শাহজাদ বলছেন, ‘সাকি ভাই তোমাকে খুবই সুন্দর লাগছে!’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।