সিংড়ায় সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত
প্রকাশিত : ০৯:৩০ অপরাহ্ণ, ১৬ জুন ২০২০ মঙ্গলবার ৯৮৩ বার পঠিত
রাজু আহমেদ, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় বজলুর রহমান (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মূত্যু হয়েছে।
সে নন্দ্রীগ্রাম উপজেলার মথুরাপুর গ্রামের আলহাজ্ব আব্দুস সাত্তারের পুত্র।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৮ টা ২০ মিনিটে রাতাল- বিয়াস সড়কের কুমগ্রাম এলাকায় সিএনজি ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে তাঁর মূত্যু হয়। কাপড় ব্যবসায়ী সিএনজি যোগে কাপড়সহ রনবাঘার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে এ ঘটনা ঘটে। অতিরিক্ত রক্তক্ষরনে ঘটনাস্থলেই তাঁর মূত্যু ঘটে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।