হে স্বাধীনতা কাব্যগ্রš’ বই পিপাসু পুলিশ সুপারের হাতে
প্রকাশিত : ০৭:২৭ অপরাহ্ণ, ২৮ নভেম্বর ২০২০ শনিবার ৭০ বার পঠিত
ডা.আব্দুল্লাহ আল ওয়াদুদ মহাদেবপুর প্রতিনিধি :
জাতীয় কবিতা পরিষদের সভাপতি,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আককাস আলীর তৃতীয় আবিষ্কার, ”হে স্বাধীনতা” কাব্যগ্রš’ বই পিপাসু অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ্ মো.আশরাফুল আলমের হাতে। তিনি ছোট বেলা থেকেই বই ভক্ত ছিলেন। বইকে তিনি ভালোবাসেন এবং এখনও তিনি ব্যস্ততার ফাঁকে বই পড়–ন। ২৮ নভেম্বর দুপুরে তাঁর অফিস কক্ষে কবি মো.আককাস আলী তাঁর কাব্যগ্রš’ ”হে স্বাধীনতা”এই বই পিপাসুর হাতে তুলে দেন। এ,সময় কবির সাথে ছিলেন,উপজেলা প্রেসক্লাবের অর্থসম্পাদক আয়নুল হোসেন,সাংগঠনিক সম্পাদক মো.মাহবুবু-উল আলম,সদস্য রফিকুল ইসলাম রফিক। কবি বলেন,প্রতিটি পাঠক কবিতার মধ্যে খুঁজে পাবে অধিকার আদায়ের মূলমূন্ত্র। তিনি
বলেন,অধিকার আদায় করে নিবে তাঁর কাব্যগ্রš’ ”হে স্বাধীনতা”। কবি
বলেন,”নায্য অধিকার তারা আদায় করে নিবে
হে স্বাধীনতা তুমি ফিরে দাও সব মানুষের অধিকার”।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।