২০২১ শের বই মেলায় পুলিশকে নিয়ে মো.আককাস আলীর অসাধারণ কবিতা ”ওরাই সেবক”
প্রকাশিত : ০৮:৪২ অপরাহ্ণ, ২৪ মার্চ ২০২১ বুধবার ৫৪ বার পঠিত
মিথ্যে দিস দোষ!
তোদের হয় না কেন হুস,
চারিদিকে প্রাণঘাতী করোনা
তবু তারা পরিবার পরিজনের মায়া ত্যাগ করে
সেবার ঝান্ডা নিয়ে আছে তোদের পাশে,
ওরে হতভাগা জনতা
একটিবারও ভাবলি না পুলিশ ভাইদের কথা।
দোষে গুণে মানুষ
তোরা কেন হয়েছিস ফানুষ?
মৃত্যুর কোলে পরছে ঢলে
সবাই যখন ঘরের ভিতরে
আমাদের পুলিশ বাহিনীরা
ঝড়-বৃষ্টি, প্রচন্ড গরমকে উপেক্ষা করে
সেবার ফেরিওয়ালা হয়ে হাটে বাজারে।
লাশের গন্ধে বিশ্ব যখন থমকে দাঁড়ায়
টেলিভিশন অথবা সংবাদপত্রের খবর দেখে
নেতারা থাকে না জনতার পাশে
ডাক্তারেরা রোগী দেখেনা হাসপাতাল, চেম্বারে
জানাযায় দাঁড়ায় না সমাজের মধ্যমনি ইমামেরা
প্রতিবেশী দেয় না ঠাঁই করোনায় মরেছে তাই
দাফন সম্পূর্ণ করলো সেবার ফেরিওয়ালা পুলিশ ভাই।
দিন যায় কথা থাকে
স্বাধীনতার ডাকে ওরা এসেছিল ছুটে
কাফনের কাপড় মাথায় বেঁধে
হানাদার বাহিনীর অত্যাচারে পুড়েছিল বাংলার ঘর-বাড়ী
মা-বোনদের ইজ্জত হরণ করেছিল নরপশুরা
উদ্ধার, সেবা দিয়েছিল পুলিশ ভাইয়েরা।
ওরে হতভাগা জনতা
এ ইতিহাস ভুলে গেছিস তোরা?
প্রাণঘাতি করোনায় আবারও জীবন দিলো তারা
সেবার খাতায়, ইতিহাসের পাতায় ওদের নাম লিখা
এ কথা কেমনে ভুলবি তোরা!
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।